একজন প্রশ্ন করেছেন: ”An Abominable Conjunction” এর ব্যাপারে সংক্ষেপে কিছু বললে খুশি হবো।

উত্তর:
আমি “আসল” আমিই কি-না, তা যদি আমি নিশ্চিতভাবে না জানি, তাহলে আমি কীভাবে বলবো বা জানবো যে, আমার (সতি্যকারের) হাত আছে? অতএব, কেউ যদি করে যে, তার হাত আছে, এটি সে নিশ্চিতভাবে জানে, অথচ সে জানেনা যে সে real, নাকি BIV, তাহলে তার এই দুটি জ্ঞানের একটি অপরটিকে নাকচ করে। হাত-পা থাকার মতো নিশ্চিত বিষয়গুলোর জ্ঞান থাকার মানে হলো আমি ‘not-BIV’ -এটাও (নিশ্চিচভাবে) জানা। এক্ষেত্রে যদি বলা হয় যে, হাত থাকাটা জানি কিন্তু বিআইভি নই – এটি জানি না, তাহলে তা একটা অদ্ভূত (abominable) কথা বা দাবী।

আপনার মন্তব্য লিখুন

অনুগ্রহপূর্বক আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহপূর্বক এখানে আপনার নাম লিখুন