এক স্নেহাষ্পদ তরুণ গবেষক-শিক্ষক-বিজ্ঞানী লিখেছেন:

“আমার জুতাটা নীল, কিন্তু অন্ধকারে এটা কালো দেখায়।”

আমার কমেন্টটা ছিলো নিম্নরূপ:

আপনার জুতাটা “আসলেই” কি নীল?
আসলে কি “নীল” বলে কোনো রং আছে?

মন-নিরপেক্ষ বাহ্যিক বস্তু জগতে আদৌ কি কোনো রং আছে?
কিছু নির্দিষ্ট রাসায়নিক উপাদান ও গঠন ছাড়া?
তথাকথিত রিয়েল ওয়ার্ল্ড কি রংগীন?

আপনার জুতাটা যদিও বা নীল হয়, যত কিছু নীল দেখায়, তা সব কি আসলেই নীল?
যেমন, আকাশ?
নাকি, জুতাটা আসলে “কোনো এক রকমের” যাকে আমি-আপনি “নীল” বলছি, মনে করছি?

নীলত্ব (blueness) কি আসলে বস্তুর মধ্যকার ব্যাপার, না কি, জ্ঞানের কর্তা হিসাবে আমার মনে করার ব্যাপার?
যদি তা আমার নিছক মনে করার ব্যাপার না হয়, তাহলে যে রং কেউ দেখে নাই, তা নীল হয় কি করে?

আসলে আসল বলে কি কিছু আছে?
থাকলে, আসলেই “তা” কী?

না থাকলে, কেন আমরা এরকম একটা ভুল করি?
ভুলই যদি করি, শুদ্ধটা তাহলে কী?
আর শুদ্ধটাই বা “আসলে” কতটুকু শুদ্ধ?

কে জানে …!!! ???

 

ফেসবুক পেজে প্রথম প্রকাশিত

আপনার মন্তব্য লিখুন

অনুগ্রহপূর্বক আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহপূর্বক এখানে আপনার নাম লিখুন