আন্তর্জাতিক দর্শন দিবসের পরে গত বছর হতে ১৪ জানুয়ারীকে ইউনেস্কো ঘোষণা করেছে world logic day।

অন্য কোনো ডিসিপ্লিনের এমন কোনো দিবস নাই। একজন ফিলসফি পপুলাইজার হিসেবে এতে আমি গর্ববোধ করছি। দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সেমিনার আয়োজন করার মাধ্যমে সীমিত পরিসরে পালন করেছে এই দিবস। সেখানে আমি দাবী করেছি, আমাদের জাতীয় শিক্ষা কার্যক্রমে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্ব স্তরে, সর্ব পর্যায়ে তথা প্রত্যেক ডিসিপ্লিন ও সাবজেক্টে অন্যতম অপরিহার্য বিষয় হিসেবে চালু করা হোক ফিলসফির বেসিক কোর্স। কেননা, only philosophy could help to build a democratic and pluralistic society। সেখানে এই কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছি।

লেখাটির ফেইসবুক লিংক

আপনার মন্তব্য লিখুন

অনুগ্রহপূর্বক আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহপূর্বক এখানে আপনার নাম লিখুন