‘ঈশ্বর’ ব্যতীত অবশ্বম্ভাবী বলে কিছু যদি থেকে থাকে, তবে দর্শন ই নিঃসন্দেহে সেই জিনিস!!!! এই অর্থে, দর্শন হলো অবিনশ্বর। এমনকি ‘দর্শন মৃত’ ধরনের কথা-বার্তা বলে সংশ্লিষ্ট ব্যক্তি যখন তার দাবীর পক্ষে যুক্তি (argument) দেয়া শুরু করেন, তখন অজান্তে তিনি নিজেই দর্শন চর্চা শুরু করেন!!! প্রচলিত অর্থে দর্শন কোনো স্বতন্ত্র বিষয় (সাবজেক্ট) নয়। বরং প্রত্যেক সাবজেক্টের বিশেষ ধরনের তাত্ত্বিক আলোচনা বা বিশ্লেষণ পদ্ধতি মাত্র। দর্শন হলো বায়ুমণ্ডলের মতো যাতে আমরা দিনরাত ডুবে থাকি। কেবলমাত্র, না থাকলে, বা কোনো সমস্যা হলেই টের পাই ……

আপনার মন্তব্য লিখুন

অনুগ্রহপূর্বক আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহপূর্বক এখানে আপনার নাম লিখুন