‍“আসসালামু আলাইকুম। আপনার মতে যুক্তিবিদ্যা কেমন বিষয়?”

এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বলেছি, ওয়া আলাইকুম সালাম। আমার মতে যুক্তিবিদ্যা হল বিচার-বুদ্ধির চর্চা ও এর প্রয়োগ-পদ্ধতি। এই হিসেবে যুক্তিবিদ্যা হল দর্শনের পদ্ধতি। অনেকে যুক্তিবিদ্যাকে দর্শন বলে মনে করে। এটি ভুল। এটি যে ভুল তার নগদ প্রমাণ হলো ফিলসফি ডিপার্টমেন্টে এরকম সাবজেক্ট আছে philosophical logic বা philosophy of logic।

আসলে ফিলসফির সবকিছু বাহ্যিকভাবে জ্ঞানতত্ত্ব এবং অন্তর্গতভাবে অধিবিদ্যার উপর নির্ভর করে। সে হিসেবে মেটাফিজিকস এবং এপিসটিমোলজি হচ্ছে ফিলসফির মূল জিনিস। এথিক্স এবং লজিক হচ্ছে এই দুইটার বহিঃপ্রকাশ। এই দুইটাকে সম্মিলিতভাবে মূল্যবিদ্যা হিসেবে ক্লাসিফাই করা হয়।

লেখাটির ফেইসবুক লিংক

আপনার মন্তব্য লিখুন

অনুগ্রহপূর্বক আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহপূর্বক এখানে আপনার নাম লিখুন