পরিচিতি

ফিলোসফি যারা পড়েন এবং পড়ান, তাদের প্রায় সবারই অবস্থা হলো, having no other better alternative (subject)। যারা মেধাবী, পছন্দ না হওয়া সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে তারা ‘দর্শনের শিক্ষক’ বনে যান। হলফ করে বলতে পারি, শতকরা নব্বই ভাগ স্টুডেন্ট ও টিচার, সুযোগ পেলে যে কোনো (আর্থিকভাবে?) ‘better’ সাবজেক্টে চলে যাবেন। নিজের ব্যাপারে গর্বের সাথে বলি, বলতে পারি, philosophy is/was my choice!!! ১৯৮৫ সালে বিভাগভিত্তিক ভর্তি প্রক্রিয়ার সময়ে সায়েন্সের কোনো বিষয়ে ভর্তি ফরম না তুলে, মেট্রিক-ইন্টারে ফার্স্ট ভিভিশন নিয়ে সোজা ফিলোসফিতে ভর্তি হয়েছিলাম। এতো বছরেও bored হইনি এতটুকু। নিজে শিখার জন্য কোর্স পড়াই, সহকর্মীবৃন্দ ও স্টুডেন্টরা জানে।

যাহোক, এই ওয়েবসাইটে একাডেমিক বিষয়গুলো শেয়ার করবো বলে ভাবছি।

সবাইকে আমন্ত্রণ!

মোহাম্মদ মোজাম্মেল হক
সহযোগী অধ্যাপক
দর্শন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়